নাফনদী থেকে ‘মালিকবিহীন’ ২২ কোটি ৩৮ লাখ টাকার মাদক উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •

টেকনাফ নাফনদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় সাড়ে ২২ কোটি টাকা মূল্যের চার কেজি বেশি ওজনের ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা।

তবে এসময় মাদক গুলোর সাথে জড়িত কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

১৯ জানুয়ারি (বুধবার) সকালে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবির উপ-অধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ শাকিল প্রমুখ।

সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিবি অধিনায়ক অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ‘বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফনদী হয়ে মাদকের একটি বড়ো চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশে খবরে বিজিবির দুইটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে একটি কাঠের নৌকা শূন্য রেখা অতিক্রম করে ওই এলাকা দিয়ে ঢুকার সময় বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে । এসময় নৌকাটি মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে , বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে নৌকাটিকে থামানোর চেষ্টা করে ।

এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা হতে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরের দিকে কৌশলে পালিয়ে যায় ।
এদিকে জব্দকৃত নৌকাটি তল্লাশী করে চার কেজি ১৭৫ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

উদ্ধারকৃত আইস ও ইয়াবা গুলোর আনুমানিক মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকের চালানটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আরও খবর