টেকনাফ অফিস :
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে এক রোহিঙ্গাসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেপ্তাররা হল- শামসুল আলম (৪০), ইয়াছিন (২৫), নবি উল্লাহ (২৯) ও মো. সলিম (২৩)। এদের মধ্যে ইয়াছিন রোহিঙ্গা যুবক।
সোমবার (১৭ জানুয়ারি) হ্নীলা ইউপির ক্যাম্প-২৫ আলীখালী ও ক্যাম্প-২২ উনচিপ্রাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, আটককৃতরা সন্ত্রাসী। তারা ক্যাম্পের রোহিঙ্গা মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসাী ও অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়কারী গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে ক্যাম্প এলাকায় জনশ্রুতি রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-