অভিজ্ঞতা ছাড়াই রোহিঙ্গা ক্যাম্পে চাকরি

কনর্সান ওয়াল্ডওয়াইড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোমটর।

পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : নিউট্রিশন বা পাবলিক হেলথ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।

তবে কমিউনিটি নিউট্রিশন, আইওইয়াইসিএফ, মাদার কেয়ার বিষয়ক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। রোহিঙ্গাদের ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিশেষ করে চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ৬০ বছরের বেশি এমন লোকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীর কর্মস্থল হবে কক্সবাজারের উখিয়ায়।

আবেদন যেভাবে : আগ্রহীদের বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৭ জানুয়ারি, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : ২৭৩১৬-২৮৬৮১ টাকা মাসিক। এছাড়াও মাসিক কষ্ট ভাতা ১০০০০ টাকা, বছরে দুইটি বোনাস, স্বাস্থ্য বিমা, ওপিডি কভারেজ, মোবাইল বিল প্রদান করা হবে।

আরও খবর