চান্দগাঁওয়ে ইয়াবাসহ ধরা পড়লো নাইক্ষ্যংছড়ির যুবক

চট্টগ্রাম •

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ৭০০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামের নজু মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ৮টায় ওমরআলী মাতব্বর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ৮টায় ওমরআলী মাতব্বর রোড এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও খবর