ঈদগড় প্রতিনিধি :
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের সদর ঈদগড় বিটের কোদালিয়া কাটা সামাজিক বনায়নের রির্জাভ ভুমিতে অবৈধভাবে জবরদখল করে নির্মিত রোহিঙ্গাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের নির্দেশে বনকর্মীরা অভিযান পরিচালনা করে।
এ অভিযানে প্রায় ২ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
জানা যায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ঈদগড়ের বিভিন্ন সামাজিক বনায়নের রির্জাভ ভুমিতে স্থাপনা নির্মান করেছে। যা নিয়ে স্থানীয়রা বন বিভাগকে অভিযোগ করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-