মোটরসাইকেলের চাকায় মাফলার পেঁচিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম •

প্রতিকী ছবি

মোটরসাইকেলের চাকায় মাফলার পেচিঁয়ে গলায় ফাঁস পড়ে আবু সাঈদ অপু নামে (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মনছুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবু সাঈদ অপু মনছুরাবাদ পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকার আবু তাহেরের ছেলে।

জানা যায়, মোটরসাইকেল আরোহী আবু সাঈদ অপু গলায় মাফলার পেঁচিয়ে গাড়ি চালাচ্ছিলেন। অসাবধানতাবশত মাফলারটির একটি অংশ গাড়ির চাকায় পেঁচিয়ে যায়। তাতে শ্বাসরোধ হয়ে গুরুতর আহত হয়। পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় অপুকে তার ভাই তসিফ চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর