উখিয়ায় বিজিবির সাথে মাদক কারবারিদের গুলাগুলি

কক্সবাজার জার্নাল ডটকম •

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিবি।

এ সময় ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে উখিয়ার পালংখালী সীমান্তে মাদকের একটি চালান ঢুকবে- এমন খবরে সেখানে অবস্থান নেয় বিজিবি। বিজিবির অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে।

আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও খবর