কক্সবাজারে গাছের সাথে মাইক্রোবাসের ধাক্কা, মা-ছেলে নিহত

চকরিয়া প্রতিনিধি :


কক্সবাজারের চকরিয়ার আজিজনগর এলাকায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাপিয়া আকতার (২৯) এবং তার ছেলে আহাদ (২)। আহত চারজন হলেন- আকাশ সিকদার (২২), আরজিনা (১৯), লিটন হোসেন (২০) ও মিজানুর রহমান (২২)। তাদের সকলের বাড়ি গাজীপুরের কালিয়াপুর থানার ৩ নম্বর ইউনিয়নের চা বাগান এলাকা।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, গাজীপুর থেকে পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়ার আজিজনগর এলাকায় মাইক্রোবাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও দুই বছর বয়সী ছেলের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও ৪ জন।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

আরও খবর