ঝাউবাগানে পড়ে ছিল ১০ কোটি টাকার ভয়ঙ্কর মাদক ‘আইস’

গিয়াস উদ্দিন ভুলু •

টেকনাফ সাগর উপকূলের ঝাউ বাগান থেকে ১০ কোটি টাকার চেয়ে অধিক মুল্যের ২ কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়েছে সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা।

তবে উদ্ধারকৃত মাদক গুলোর সাথে জড়িত কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

অভিযানের সত্যতা নিশ্চিত করার জন্য ১১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলন করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পারে টেকনাফ নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন বিচ উপকুলের ঝাউ বাগানে মাদকের একটি চালান মওজুদ রয়েছে। সেই তথ্য অনুযায়ি (মঙ্গলবার) ভোর রাতের দিকে বিজিবির একটি দল উক্ত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে বাগানে লুকায়িত এক প্যাকেটের ভিতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা।

উদ্ধারকৃত মাদক গুলো বিজিবি সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উপস্থিত কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

আরও খবর