নিজস্ব প্রতিবেদক •
প্রাকৃতিক সৌন্দর্য্যের চারণভূমিগুলোকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আয়োজন করছে বহুজাতিক পণ্য উৎপাদন কোম্পানি আরএফএল। কোম্পানির সহযোগী পণ্য ‘টেল প্লাস্টিকস’র আয়োজনে ১১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭-৯টা পর্যন্ত কক্সবাজার সৈকতের সুগন্ধা বিচে এ ক্লিনিং প্রোগ্রাম চলবে।
‘সমুদ্র রাখতে পরিস্কার, দরকার শুধু ইচ্ছার’- এ শ্লোগানে আয়োজিত বিচ ক্লিনিং প্রোগ্রামে সহযোগিতা করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল।
প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের এজিএম তৌহিদুজ্জামান বলেন, আমরা সকলেই কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্রসৈকতে ঘুরতে যাই। কিন্তু আমাদের ফেলে আসা ময়লা-আবর্জনা সমুদ্র সৈকতগুলোর সৌন্দর্য যেমন নষ্ট করছে তেমনি আমাদের পরিবেশেরও বিশাল ক্ষতি করছে। তাই ভ্রমণ পিপাসুদের মাঝে সচেতনতা বাড়াতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস। আসুন আমরা সচেতন হই, প্রাকৃতিক সৌন্দর্য্যের এই চারণভূমিগুলোকে বিনষ্ট না করি।
এ ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’-এ সচেতন সকলকে উপস্থিত হতে আমন্ত্রণ জানিয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের ডেপুটি ম্যানেজার হুমায়ুন আহমেদ বিলাস।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-