চট্টগ্রাম •
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ হাজার পিচ ইয়াবাসহ জাফর আলম (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার জিম্মুখালির এলাকার আবদুস শুক্কুরের পুত্র।
রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জার অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ‘টেকনাফ থেকে জ্যামিতি বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবাগুলো চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি।’
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ মহানগর নিউজকে জানান, আটককৃত জাফর আলমের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে সকালে আদালতে পাঠানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-