জাহেদ হাসান, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের জেটি ঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
আজ (৯ জানুয়ারি)বিকাল ৫ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে কক্সবাজার শহরের জেটি ঘাটের উত্তর পাশে জিলানী হোটেলের সামনের রাস্তা থেকে ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো,কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার মৃত জামাল উদ্দিন এর ছেলে মোঃ নুরুল আলম প্রকাশ কালু (২২) ও একই এলাকার মোহাম্মদ আলমগীর এর ছেলে মোঃইউনুছ (২০)।
আটককৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-