টেকনাফে ধানক্ষেত থেকে বস্তাভর্তী ইয়াবা উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


নতুন বছরের শুরুতেই সীমান্তে টেকনাফ-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে মালিক বিহীন ১লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় মাদক পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

৮ জানুয়ারী (শনিবার) রাত পৌনে ৮টার দিকে অত্র উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং নাফ নদী সংলগ্ন ধানক্ষেত থেকে এই মাদকের চালানটি উদ্ধার করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির সৈনিকরা ওয়াব্রাং এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষন পর নাফ নদীর বেড়িবাঁধ পেরিয়ে ধান ক্ষেত বেয়ে দুইজন লোক সীমান্ত অভিমূখে আসতে দেখে জওয়ানরা তাদের থামার সংকেত দেয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী দ্রুত পালিয়ে যাওয়ার কারনে তাদের আটক করতে পারেনি। তবে ধান ক্ষেতটি তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা ভর্তি ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

জব্দকৃত ইয়াবা গুলো পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর