গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ প্রেসক্লাবের নব-নির্মিত কার্যালয়ে স্থানীয় কলম সৈনিকদের সাথে প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী সন্ধায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ছৈয়দ হোছাইন।
সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী, সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী. সদস্য আব্দুল্লাহ মনির, নুরুল হক, হুমায়ূন রশিদ, কায়সার পারভেজ চৌধুরী, আবদুর রহমান, আবুল আলী,মো. রশিদ। মাওঃ জোবায়ের, আমান উল্লাহ কবির,গিয়াস উদ্দীন ভুলু।
বক্তারা বলেন,প্রেস ক্লাব সাংবাদিক সমাজকে সুসংগঠিত করে সমাজের অন্যায় অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করবে।
বক্তারা প্রেসক্লাবের অগ্রগতি সফলতা কামনা করেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে প্রেস ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে উপস্থিত ছিলেন উদীয়মান সাহসী কলম সৈনিক রহমত উল্লাহ. শহীদ উল্লাহ ও ফরিদুল আলম। পরে মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-