নারীকে হোটেলে আটকে রেখে পতিতাবৃত্তি, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম •


চট্টগ্রামের বহদ্দারহাটের এসএ হোটেলে এক নারীকে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করোনার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আল মামুন (২৪), মো. ইসমাইল (৩২), মনির হোসেন মুন্না (৩০), মো. ইস্কান্দর আলম (২৩), মাহফুজুর রহমান (২৯), শারমিন আক্তার প্রকাশ মুন্নি (২০), মনিফা বেগম (৩০) ও সুমি আক্তার প্রকাশ শারমিন (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী। তিনি বলেন, নগরীর বহদ্দার হাটের এসএ হোটেলে নারীকে আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চান্দগাঁও থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, তাকে গত বছরের ১২ অক্টোবর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় এসএ হোটেলে পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন আসামিরা।

ওসি আরও বলেন, এ ঘটনায় বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আজ শুক্রবার থানায় মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা করা হয়েছে।

আরও খবর