টেকনাফের দুই যুবক ইয়াবাসহ ডিএনসি’র জালে

জাহেদ হাসান :


কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের পূর্বপাশে এবি গার্ডেন (AB GARDEN) হোটেলের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

বুধবার (৫ জানুয়ারি)বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে মাদক বিরোধী এঅভিযান পরিচালনা করা হয়েছে।

সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন জানান,কক্সবাজারের পর্যটন জোনের সুগন্ধা পয়েন্ট কলাতলী রোডের এবি গার্ডেন হোটেলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলো,টেকনাফ হোয়াইক্যং ঝিমংখালীর ৬ নং ওয়ার্ডের শুক্কুরের বাড়ির আব্দুর রশিদের পুত্র মো,মোরশেদ ও হোয়াইক্যং মিনা বাজার ঘোনার পাড়ার কামাল হোসেন এর ছেলে রবিউল হাসান।

আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে।

আরও খবর