অনলাইন ডেস্ক •
কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ ও বিজিবির স্টিকার ব্যবহারের অপরাধে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থী ও চালককে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন। এ সময় চালক মোহাম্মদ আলীকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে। অপরদিকে নৌকার প্রার্থী আকুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশ ও বিজিবির স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত চারশ’ গজের মধ্যে প্রবেশ করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এ সময় আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাজা ও জরিমানা করি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-