প্রেস বিজ্ঞপ্তি :
র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের অয়োজনে মরিচ্যা বাজারের জিএমএস ক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মরিচ্যা বাজার প্রদক্ষিণ করে পুণরায় জিএমএস ক্লাবে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন হলদিয়াপালং ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস।
পরে জিএমএস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ সভাপতি মোঃ ইলিয়াসের-এর সভাপতিত্বে এ সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-