কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত চলছে। তবে একেক সংস্থার একেক রকম প্রতিবেদন কাম্য নয়। হাইকোর্টের পূর্বের রায়ের বাস্তবায়ন কতদূর তাও জানতে চেয়েছেন আদালত। এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার ব্রিফিংও কাম্য নয় বলেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ কক্সবাজারের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারবিভাগীয় রিটের মন্তব্যে হাইকোর্ট মঙ্গলবার (৪ জানুয়ারি) এসব মন্তব্য করেন।
কে কথা বলবে, কতটুকু বলবে এটা নিয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্ট আরও বলেন, তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক। এসবে জনগণের মাঝে ভুল বার্তা যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-