টেকনাফে মাদক মামলার পলাতক আসামির ঘরে মিললো ফেন্সিডিল ও ইয়াবা

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে মাদক মামলার পলাতক আসামি মোহাম্মদ ইউনুস আলী (৪৫) এর বসত ঘরের শয়ন কক্ষ থেকে ১২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল ও ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

রোববার রাত একটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রাম থেকে ফেন্সিডিল ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাদক মামলার পলাতক আসামী টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছাড়া গ্রামের মোহাম্মদ নূরুল হকের ছেলে মোহাম্মদ ইউনুস আলীকে গ্রেপ্তার করার জন্য তার বসতঘরে পুলিশ অভিযান চালায়।

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ইউনুস আলীর শয়ন কক্ষে আলমারির পাশে ড্রামের ভিতরে লুকানো অবস্থায় ১২ বোতল ফেন্সিডিল ও ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামি করে আরও একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও খবর