ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ায় পৃথক অভিযানে দেশীয় তৈরি এলজি বন্দুক,রাম দা,চাকু,বিদেশি মদ,চোলাই মদ, বিয়ার ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার(৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদের নির্দেশে এসআই আল আমিন,এএসআই মামুন ও এএসআই বিকাশের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক,১টি রাম দা,১টি চাকু,২৮ বোতল বিদেশি মদ,৮০ বিয়ার ক্যান,৯লিটার চোলাই মদ ও ৪হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,হলদিয়াপালংয়ের পশ্চিম পাগলিরবিল এলাকার আব্দুল মান্নানের ছেলে আলাউদ্দিন(৩৩) ও রাজাপালং ইউনিয়নের হাজামপাড়ার আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ আলী(৪৫)।
আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উখিয়া থানা সূত্রে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-