বাগদন্ডী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি •

পটিয়ার ধলঘাটস্থ বাগদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জানুয়ারি (শনিবার) সকালে বই বিতরণ সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ভানু চক্রবর্তী, সহ-সভাপতি পারভিন আক্তার,ইউপি মেম্বার মোঃখোরশেদ আলম দুলাল, প্রধান শিক্ষক চম্পক দাশ, বিদ্যালয়ের ভূমিদাতা প্রয়াত ডা. গোপাল চন্দ্র দাশের পুত্র ডা.শোভন দাশ,রিতা দাশ, শিক্ষিকা লিপি দে, নিলুফার ইয়াছমিন,সদস্য বাবলু দে,মোঃ আবুল কালাম,অশোক চক্রবর্তী,মিতা দে প্রমুখ।

বই বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, ছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ নানামুখী কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শত প্রতিকূলতার মাঝেও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন। শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে।

আরও খবর