রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে হাসপাতালের ৬০ বেড

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬০ বেড। পাশাপাশি হাসপাতালের ছয়টি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন ১৬ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (০২ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের জেনারেটর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে উখিয়া ফায়ার সার্ভিস।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. এমদাদুল হক বলেন, ‘রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি। রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ চৌধুরী বলেন, ‌‘এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হাসপাতালের অধিকাংশ বেড পুড়ে গেছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।’

আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ অধিনায়ক নাইমুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডে হাসপাতালের ৬০টি বেড পুড়ে গেছে। এ ছাড়া হাসপাতালের ছয়টি কক্ষের আসবাব পুড়ে যায়। ১৬ রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।

আরও খবর