পূণরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এরফানুল করিম (ইরফান) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম

দীপ্ত জাগরণ সংসদের কার্যকরী পরিষদ গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি :


উখিয়ার জালিয়াপালংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত জাগরণ সংসদের ২০২২ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১০ টায় মোহাম্মদ শফির বিল দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওসমান সরওয়ারের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় এবং রফিক উল্লাহর সহযোগিতায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত জাগরণ সংসদের উপদেষ্টা ও ৭নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউ.পি সদস্য জননেতা সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীপ্ত জাগরণ সংসদের উপদেষ্টা জয়নাল আবেদীন জয় ও হাফেজ শামসুল আলম। এছাড়া আরো অনেক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীপ্ত জাগরণ সংসদের সাংবিধানিক নীতি মোতাবেক সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এরফানুল করিম (ইরফান), ১৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম এবং ১৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

উল্লেখ্য, নির্বাচিত ৩ জনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হবে।

আরও খবর