টেকনাফে পাহাড়ি ছড়ায় মিলল মৃত হাতিশাবক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার টেকনাফের পাহাড়ি ছড়ায় বন্যহাতির একটি মৃত শাবক পাওয়া গেছে। শনিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশে পাহাড়ের ছড়া থেকে বন বিভাগের কর্মীরা মৃত শাবকটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের টেকনাফ সদর বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

বন বিভাগ সূত্র জানায়, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করত। পাশাপাশি পানি পান করতে ওই ছড়ায় হাতির দল প্রতিনিয়ত আসা-যাওয়া করে। এরমধ্যে ওই এলাকার পার্শ্ববর্তী স্থানে মিয়ানমার থেকে আসা ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের ব্যবহারের পানির জন্য ওই এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর পাহাড়ের ছড়ার পানি সংরক্ষণ করার জন্য বাঁধ দেয়। এছাড়া হাতি চলাচলের পথ বন্ধ করে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করে। ওই সময় বন বিভাগ বাধা দিলেও কাজ হয়নি।

আরও খবর