কোটবাজারে যাত্রা শুরু করলো মারজান টাইলস এন্ড স্যানিটারি

সংবাদ বিজ্ঞপ্তি •

ভবন নির্মাতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজারে উদ্বোধন করা হয়েছে মেসার্স মারজান টাইলস এন্ড স্যানিটারি।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) জুমার নামাজের শেষে কোটবাজার ঝাউতলা সড়কের পশ্চিম পার্শ্বের ভবনে এক খতমে কোরআনের মাধ্যমে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মারজান টাইলস এন্ড স্যানিটারির সত্বাধিকারী মোঃ ইব্রাহিম ও মোশাররফ হোসাইন জানান, এখানে বিভিন্ন ব্রান্ডের সকল প্রকার দেশী-বিদেশী টাইলস, স্যানিটারি ফিটিংস, বেসিন, কমোড, টাইলস ক্লিনার, টয়লেটের যাবতীয় সামগ্রী সূলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।

এছাড়া এখানে দেশী-বিদেশী বাথটাব, বেসিন, বেসিন মিক্সচার এবং ফিটিংসও পাওয়া যাবে।

আরও খবর