আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন কাল!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন। এখন চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার মেলা আয়োজিত হবে পূর্বাচল এলাকায়।

এ উপলক্ষ্যে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্রিফ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, ভারত-থাইল্যান্ডসহ ১১টি দেশ এবার মেলায় অংশ নেবে। করোনা বিবেচনায় ভিড় কমাতে এবার স্টল কম রাখা হয়েছে।

এছাড়া পুরো মেলা এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি। পূর্বাচলে এবার প্রথম আয়োজন হওয়ায় কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার এটিই সুযোগ৷
যমুনা অনলাইন

আরও খবর