কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে মো. নুরুল আলম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাস্টার নুরুল আলম চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা মোশতাক আহমদের ছেলে। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে বান্দরবান নিজ কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল আলম। হারবাং লালব্রিজ এলাকায় একটি শ্যামলী পরিবহনের বাস বিপরীতমুখী মাইক্রোবাসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই স্কুলশিক্ষক।

চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও খবর