নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকদের জন্য ‘বিশেষ এলাকা’ চালুর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, সমুদ্র সৈকতে নারী পর্যটকদের জন্য চালু করা ‘বিশেষ জোনের’ সিদ্ধান্ত প্রত্যাহার করেছি আমরা। মূলত নারী পর্যটকদের নিরাপত্তার জন্য ১৫০ গজের ‘বিশেষ এলাকাটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন থেকে সৈকতে ওই বিশেষ এলাকা থাকবে না। সৈকত আগের মতো সবার জন্য উন্মুক্ত থাকবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর সবসময় শ্রদ্ধাশীল। বিভিন্ন সময়ে পর্যটকদের মধ্যে অনেকে অনুরোধ করেছেন যে, নারী ও শিশু পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোন থাকলে ভালো হয়। সেই বিবেচনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের আলোকে পৃথক এলাকা চিহ্নিত করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নেওয়া হয়। এক্সক্লুসিভ জোনে যাদের ইচ্ছা হবে যাবেন, অন্য পর্যটকরা তাদের ইচ্ছামতো ঘুরবেন।’
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। প্রচারিত সংবাদের প্রতিক্রিয়া পর্যালোচনায় বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের ওপর সমবসময় আমরা শ্রদ্ধাশীল। সুতরাং পর্যটকদের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।’
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান বলেন, ‘জেলা প্রশাসকের উদ্যোগে এক্সক্লুসিভ জোনটি চালু করা হয়েছিল। রাতে জেলা প্রশাসক জরুরি সভা ডেকে এক্সক্লুসিভ জোন চালুর সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। ফলে সমুদ্র সৈকতে নারী পর্যটকদের জন্য বিশেষ কোনও জোন থাকছে না।’
এর আগে বুধবার বেলা ১১টায় ‘বিশেষ এলাকার’ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ। ওই সময় তিনি বলেছেন, ‘বিশেষ এলাকায়’ নারী পর্যটকদের জন্য রয়েছে আলাদা ড্রেসিং রুম ও লকার রুম। সৈকতে বেড়াতে আসা নারীরা স্বেচ্ছায় ওই এলাকায় প্রবেশ করতে পারবেন। এজন্য ১০০ থেকে ১৫০ গজ এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-