নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে এক নারী পর্যটককে গণধর্ষণ মামলায় আসামি ইসরাফিল হুদা জয়ের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৯ ডিসেম্বর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী আসামিকে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরে আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে চকরিয়া বাসস্টেশন এলাকায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়। জয় এজাহারভুক্ত আসামি ও গ্রেপ্তার আশিকের অন্যতম সহযোগী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-