ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া চিকনছড়া ব্রীজের পাশে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিনজন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা।
মঙ্গলবার(২৮ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার(ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
আটককৃতরা হলেন,চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর এ-৪ ব্লকের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ এনাম (৩০),ক্যাম্প-১৬ সি-৬ ব্লকের মৃত আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ বেলাল(২৬) ও বি-১ ব্লকের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ(২৭)।
এসময় আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩ রাউন্ড কার্তুজসহ ১টি ওয়ানশুটারগান পাওয়া যায়। তারা মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র কেনাবেচা করে বলে জানা যায়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-