নৌকা ভেঙে ইন্দোনেশিয়ার উপকূলে আটকা পড়েছেন রোহিঙ্গারা

অনলাইন ডেস্ক :

ফাইল ছবি

নৌকা ভেঙে যাওয়ায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে আটকা পড়েছেন কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থী। সোমবার (২৭ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, নৌকাটিতে প্রায় ৭০ জন শরণার্থী আছেন।

তবে নৌকাটিতে ১২০ জন শরণার্থী আছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলেদের নেতা বদরুদ্দিন জুসুফ।

অ্যামনেস্টি ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে অভিযান পরিচালনায় আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত দায়িত্ব নেওয়া দরকার।

এদিকে আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

প্রসঙ্গত, বছরের পর বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার যাওয়ার চেষ্টা চালান রোহিঙ্গা শরণার্থীরা।

আরও খবর