কর্ণফুলী সংবাদদাতা •
ইউপি নির্বাচনে ভোটের দিন ভোরে মারা গেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার।
রোববার ভোরে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এদিকে সকাল ৮টায় কর্ণফুলীর চার ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়।
মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, ‘ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার।
তিনি শেষদিন পর্যন্ত ভোটের মাঠে সরব ছিলেন। নির্বাচনে যদি তিনি জয়ী হন তবে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারপরেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-