চট্টগ্রাম :
বাঁশখালীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় পুইছড়ি ফুটখালী টানা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল : কক্সবাজার সদরের ঝিলংজা ৭ নম্বর ওয়ার্ডের খুরুলিয়া গ্রামের বেপারি পাড়ার আবদুর রহিমের স্ত্রী মোছাম্মৎ জেসমিন (৩৫) ও আবুল হোসেনের ছেলে মো. রহিম (২৪)।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, পুইছড়ি প্রধান সড়ক থেকে ৩ হাজার ৫ শত ১০ পিস ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-