কাল নির্বাচন, আজ মারা গেলেন ইউপি সদস্য প্রার্থী

সিরাজগঞ্জ সংবাদদাতা :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী সাইদুল ইসলাম মারা গেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ইউপি সদস্য প্রার্থী সাইদুল নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে।

নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ইউপি সদস্য প্রার্থী সাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, ভোরে চাচার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সাইদুল ইসলাম নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে লড়ছিলেন। তিনি সম্ভাবনাময় প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর রোববার সিরাজগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর