রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সপ্রাবি’র সভাপতি হলেন পলাশ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক:


কক্সবাজারের উখিয়ায় “রুমখাঁপালং হাতিরঘোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়” এসএমসি’র সভাপতি হলেন সাংবাদিক পলাশ বড়ুয়া।

বুধবার (২২ ডিসেস্বর) দুপুর ১টার দিকে বিদ্যালয়ের হল রুমে দাতা ও প্রতিষ্ঠাতা শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাকে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।

সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পলাশ বড়ুয়া দৈনিক আমাদের সময় ও হিমছড়ির উখিয়া প্রতিনিধিত্ব এবং অনলাইন নিউজ পোর্টাল সিএসবি টুয়েন্টিফোর এর সম্পাদনা করেন।

এছাড়াও উখিয়া অনলাইন প্রেসক্লাব এবং রুমখাঁপালং সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

সভায় সর্বসম্মতিক্রমে পলাশ বড়ুয়াকে সভাপতি, রশিদ আহমদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে। এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী গত ৮ ডিসেম্বর নির্বাচনে তারা দুইজনই বিনা প্রতিদ্বন্দিতায় অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়।

নব-গঠিত কমিটির অন্যান্যরা হলেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: মুবিন উদ্দিন (সদস্য সচিব), শিক্ষক (অব:) পুলিন বিহারী বড়ুয়া (দাতা সদস্য), প্রীতি প্রভা বড়ুয়া (শিক্ষক প্রতিনিধি), শাহজাহান চৌধুরী (স্থানীয় জনপ্রতিনিধি), মতিউর রহমান নিজামী (স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক), সন্তোষ বড়ুয়া (শিক্ষানুরাগী) তসলিমা আকতার (শিক্ষানুরাগী-মহিলা), মায়া বড়ুয়া (অভিভাবক প্রতিনিধি-মহিলা), মুন্নি বড়ুয়া (অভিভাবক প্রতিনিধি-মহিলা)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক অমূ্ল্যচরণ বড়ুয়া, সাবেক সভাপতি আব্দুল গফুর লাবু, অত্র বিদ্যালয়ের শিক্ষিকা রিংকু বড়ুয়া, লাকী প্রভা বড়ুয়া।

আরও খবর