নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের এক নেতা বাইক বলে কথা, তাই পুলিশের বাড়তি ও কঠোর তৎপরতাই চুরি হওয়া মোটর সাইকেল কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মোটর সাইকেলটি ছিল কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকনের।
গত ৩ ডিসেম্বর তার মোটর সাইকেলটি চুরি হলে পরদিন মামলা দায়ের করা হয়।
রোববার(১৯ ডিসেম্বর) রাতে মোটর সাইকেলটি উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন- খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮)।
এ বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি নেজাম জানান, গত ৪ ডিসেম্বর মামলার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এই মোটর সাইকেলের অবস্থান নিশ্চিত হয়ে রোববার মহেশখালী থানার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে খায়রুল ও সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
গ্রেপ্তার সাদ্দাম এক সময় বিদেশে ছিলেন। দেশে ফিরে জড়িয়ে পড়ে মোটর সাইকেল চুরি কারবারে। ‘খায়রুল ও সাদ্দাম চোরাই মোটর সাইকেলের ক্রেতা। কম দামে মোটর সাইকেল কিনে বেশি দামে বিক্রি করেন। তারা একটি চক্রের সদস্য। এ চক্রে ১০ থেকে ১২ জন আছে বলে ওসি নেজাম
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-