নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারে গত ২০ই ডিসেম্বর (রোববার) রাত সাড়ে ৮টার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম লাইট হাউস পাড়ার জিয়া গেস্ট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী আরাফাত প্রকাশ শাকিল (২৫) কে গ্রেফতার করে ।
সে শহরের বাদশাঘোনার বাসিন্দা মৃত ইসলাম ও আয়েশার ছেলে। গ্রেফতারের সময় তার থেকে ছিনতাইকৃত Samsung A10 মোবাইল উদ্ধার করে যা উপস্থিত স্থানীয় জনগনের সম্মুখে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
এদিকে জানা যায়, শাকিল দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি ছিনতাই মাদককারবারসহ কিশোর গ্যাং লিডার হিসেবে বেশ আলোচিত।
সূত্রে জানা যায়, তার পরিচালিত কিশোর গ্যাংয়ের সদস্যরা স্কুল শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণদের কাছ থেকে ছিনতাইসহ চুরিকাঘাত করে আসছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
আটককৃত আসামি শাকিলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-