রাতের আঁধারে ছিন্নমূল মানুষের পাশে কক্সবাজার জেলা প্রশাসন

এম.এ আজিজ রাসেল :


পর্যটন শহরে রাতের আঁধারে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন।

রোববার (১৯ ডিসেম্বর) রাত ১১টা থেকে লালদিঘির পাড়, শহীদ স্মরণী মোড়, ঝাউতলা, লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী, বাজারঘাটা, সদর হাসপাতাল এলাকা ও গোলদিঘির পাড়সহ বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।

এসময় তিনি বলেন, শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষগুলো কষ্টে দিনাতিপাত করছে। তাই এসব মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নির্দেশনায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। পুরো শীত মৌসুমজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি জেলা প্রশাসনের পাশাপাশি বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও খবর