কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়ক এলাকায় বৈদ্যুতিক তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মালেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে সকাল ৯ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি।
নিহত আব্দুল মালেক কলাতলী দক্ষিণ আদর্শগ্রাম এলাকার বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাতে মালবাহী একটি ট্রাকে লেগে কলাতলী বাইপাস সড়কস্ত বিকাশ বির্ল্ডিংয়ের পাশে সাতটি বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়। শনিবার সকালে এসব বিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন আব্দুল মালেক। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে দক্ষিণ আদর্শগ্রাম সমাজ কমিটির সভাপতি সুমন বলেন, কক্সবাজার সদর হাসপাতার থেকে রওনা দিয়ে রাত ৮ টার দিকে আব্দুল মালেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেন। সেখানে জরুরি বিভাগে ঢুকার সাথে সাথে তার মৃত্যু হয়। তার পরিবার মরদেহ কক্সবাজার নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-