টেকনাফ অফিস :
সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় নৌকা থেকে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের মাঝিরপাড়ার মো. হারুন (৪০), একই এলাকার সাব্বির আহমেদ (৪০), মো. সলিমুল্লাহ (৫০), মো. সফিকুল্লাহ (৩৫), মো. আলী (৬০), মো. হাসেম (২২) মো. হাসান (২৩) ও মো. সফিকুর (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কোস্ট গার্ডের লে. শাকিব মেহবুব (এক্সবিএন)।
তিনি জানান, গতকাল রাত ২টায় ছেড়াদ্বীপ এলাকায় একটি কাঠের বোট দক্ষিণ দিকে অগ্রসর হতে দেখা যায়। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি একটি সাদা বস্তা পানিতে ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়। এ সময় ওই বোট থেকে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-