টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ-দমদমিয়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, একটি মরদেহ নাফ নদীতে লাশ ভাসছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-