টেকনাফে অস্ত্রধারী দুই মাদক কারবারি আটকঃ উদ্ধার হলো সাড়ে ৫ কোটি টাকার মাদক ও অস্ত্র

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :


টেকনাফের নাফনদ থেকে মিয়ানমার থেকে পাচার হয়ে মাদকের একটি চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে,১কেজি ৩৬ গ্রাম নতুন মাদক ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার ইয়াবা, ১টি বিদেশি পিস্তল।

আটক দুই পাচারকারী হচ্ছে, টেকনাফের হ্নীলা ইউনিয়ন মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র দ্বীন মোহাম্মদ (৪০) এবং মিয়ানমার মন্ডু শহর শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার পুত্র বদি আলম (৩০)।

১৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টার দিকে স্থানীয় সংবাদ কর্মিদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার অভিযানের বিস্তারিত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার সংলগ্ন নাফ নদী দিয়ে প্রবেশ করবে।

উক্ত গোপন সংবাদের তথ্য অনুযায়ি সীমান্তে দায়িত্বরত বিজিবির দুটি চৌকষ দল ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় মিয়ানমার থেকে একটি নৌকা জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা আরোহীরা দ্রুত নৌকাটি ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে।

এসময় বিজিবি গুলি ছুঁড়ে নৌকাটিকে থামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পরে স্পিডবোট দিয়ে ধাওয়া করে নৌকাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে।

এ সময় নৌকাটি তল্লাশি চালিয়ে ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম আইস, ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

আটক দুই মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়া শেষ করার জন্য জব্দকৃত মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর