কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট আটক, সহোদর পলাতক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার কক্সবাজার সদরের ঝিলংজায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (৩০) নামে এক চিহ্নিত মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাব-১৫।

অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে মুসলিম উদ্দিন নামে সহোদর ও ইয়াবা পার্টনার পালিয়ে যায়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের ব্র্যাক নার্সারি সামনে থেকে তাকে আটক করা হয়। পরে মোটরসাইকেলর সীটের নীচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)। তিনি সদর উপজেলার খরুলিয়ার নয়াপাড়া গ্রামের মমতাজের ছেলে। পলাতক যুবকের নাম মোঃ মুসলিম (১৯)। তার পিতার নাম মমতাজ।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মোহাম্মদ আবু সালাম চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে যে, মোটরসাইকেল যোগে ইয়াবা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিলংজা ইউনিয়নের রহমতপুর ব্রাক নার্সারির সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী শুরু করে র‍্যাব। একটি মোটরসাইকেল তল্লাশী চৌকির সামনে আসলে দাড়ানোর সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল থেকে এক যুবক পালিয়ে যায়। পরে সাদ্দামকে আটক করা হয়। সাদ্দামের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নিচে লুকানো জায়গা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, তারা দুই সহদোর শূন্য থেকে কোটিপতি হয়েছেন অল্প দিনে। তিন বছর আগেও তারা ছিলেন বেকার। তারা কয়েকজনের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে পুরো এলাকার মাদক ব্যবসা। এরাই সদরে পাইকারি ও খুচরা বিক্রি ইয়াবা-আইসসহ বিভিন্ন মাদকদ্রব্য। সেবনকারীদের হাতে মাদক নিরাপদে পৌঁছে দেয়ার জন্য এদের প্রত্যেকের রয়েছে ৪/৫ জন করে উঠতি বয়সের বিশ্বস্ত এজেন্ট তথা সরবরাহকারী। মোবাইলে যোগাযোগ করে তারা চাহিদামতো পৌঁছে দেয় ইয়াবা। সারাদিন টুকটাক বিক্রি হলেও মূলত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে মূল বেচাকেনা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডেইঙ্গাপাড়া থেকে একদিকে মিঠাছড়ি হয়ে বাঁকখালী এবং অপরদিকে চাকমারকুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে মাদকের ওই হাট বসে। দূর-দূরান্ত থেকেও মাদকসেবী ক্রেতারা মোটরসাইকেল নিয়ে এসে ভিড় জমায় নয়াপাড়া এলাকায়।

আরও খবর