কক্সবাজার জার্নাল ডটকম •
কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯শ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব-১৫।
গত ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার গয়ালমারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক, জালিয়াপালং ইউনিয়নের পূর্ব পাইন্যাশিয়া এলাকার আবদুর রহমানের ছেলে সাহাব উদ্দিন (২৯)।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-