গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল :
কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ শাখায় কর্মরত সদস্যরা দুই কোটি টাকা আত্মসাৎ বগুড়া জেলা থেকে কক্সবাজার পালিয়ে আসা ১০ বছরের সাজাপ্রাপ্ত জাহিদ হোসেন খলিফা (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
সে বগুড়া সদর জেলার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুস খলিফার পুত্র।
আটক আসামীর বিস্তারিত তথ্য নিশ্চিত করার জন্য ১৫ ডিসেম্বর(বুধবার) সকাল ১০টায় টেকনাফ র্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী প্রেস ব্রিফিং’র মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ি ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-১৫ (সিপিসি-১)’এর একটি চৌকষ দল কক্সবাজারের সদর কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত উক্ত আসামীকে আটক করে।
তিনি বলেন, আটক জাহিদ বিগত ১০ বছর ধরে আইন-শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
তার বিরুদ্ধে দুই কোটি টাকা আত্নসাৎ’র ঘটনাসহ সর্বমোট ৮টি মামলা রয়েছে । আটক আসামীকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-