অনলাইন ডেস্ক :
প্লাস্টিক কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার
বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হবির মোড়ে প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।
স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরি হতো। প্রতিদিনের মতো শ্রমিকরা সকাল থেকে সেখানে কাজ করছিল। হঠাৎ করেই কারখানার এক কর্নারে আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা ভয়ে বেরিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস নওগাঁ, আত্রাই, রানীনগর, আদমদীঘি ও দুপচাচিয়ার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এমডি আবদুল মালেক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো আহত নেই। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-