ব্যাগভর্তি ৭০ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গা শিবিরে ঢুকার আগেই ধরা পড়লো যুবক

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক আই/০২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে সরোয়ার কামাল।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে। পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করে। এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার ব্যাগে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও খবর