পেকুয়ায় আগুনে পুড়ে গেছে তিন ভাইয়ের বসতবাড়ি

ফাইল ছবি

 

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নুরুল আমিন, নুরুচ্ছফা ও হাকিম আলী নামে তিন ভাইয়ের বসতবাড়ি।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তারা ওই এলাকার মৃত আবুল আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহেদুল ইসলাম বলেন, সোমবার সকালে বাড়ির অদুরে ক্ষেতে কাজ করতে যায় নুরুল আমিন, নুরুচ্ছফা ও হাকিম আলীর পরিবারের লোকজন।

এ সময় নুরুল আমিনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তের মধ্যেই তিনটি বাড়ি পুড়ে যায়। আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। তবে তার আগেই তিনটি বসতবাড়ি সম্পুর্ণ পুড়ে ছাই যায়।

অগ্নিকান্ডের সময় আগুনের ভয়াবহ লেলিহান শিখা থেকে রেহায় পায়নি গবাদিপশু ও হাঁসমুরগি। এতে তিনটি পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

এদিকে, অগিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা প্রদান করেন। ###

আরও খবর