টেকনাফে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে প্রাণ গেলো মিলনের!

টেকনাফ অফিস •


কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান করায় চিকিৎসাধীন অবস্থায় মিলন জলদাস (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার সুধীর জলদাসের ছেলে।

নিহতের পরিবার জানায়, রবিবার রাতে হ্নীলা নাটমুরাপাড়ার জেলেপাড়ায় ৩টি বিয়ের অনুষ্ঠান ছিল। উক্ত বিয়ের অনুষ্ঠানে আরও কয়েকজনের সাথে মিলন জলদাস মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। পূর্বকোণকে তিনি বলেন, ‘আমরা শুনেছি অতিরিক্ত মদপানের কারণে মিলন জলদাস নামে এক জেলের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে’।

আরও খবর